আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়ে সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ সরওয়ার জামাল নিজামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁর পুত্র, তরুণ সমাজসেবক ও রাজনৈতিক কর্মী সাহওয়াজ জামাল নিজাম সনি। সোমবার (২২ ডিসেম্বর) আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, দলীয় সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনটি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত।

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর ২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকের এমপি প্রার্থী মো. মোশাররফ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুসুম মনির কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরÑ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী মো. মোশাররফ হোসেনের বিশেষ সহকারী মো. কাউছার আহমেদ (মিন্টু)।

এছাড়াও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস শাখার সভাপতি মাওলানা শফিউদ্দিন, সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, সহ-সেক্রেটারি মাওলানা ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মো. মুফতি জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমানাতুল্লাহ (রানা)। এ সময় উপজেলা ও ইউনিয়ন শাখা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিতাস (কুমিল্লা) : কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। রোববার বিকেলে আসনের হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলামের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহর, নিলখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাতেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা ও তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

নড়াইল সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।।রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কাছ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রামপাল বাগেরহাট : রামপালে সকল জল্পনাকল্পনা ও শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান ঘটিয়ে সংসদ সদস্য পদে বাগেরহাট-৩ আসনে বিএনপি দলীয় লাভ করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২০ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ড জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরিদুল ইসলামকে মনোনয়ন প্রদান করেন।তার মনোনয়ন পাওয়ার খবর রবিবার ভোর থেকেই রামপাল ও মোংলা আসনের নেতাকর্মীদের মধ্যে গুনজন শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দেন।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঝিনাইদহ-৪ আসনের সহকারী রির্টার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্যরা।

মুন্সীগঞ্জ : জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মোঃ আবু ইউসুফ মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্ব) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আরশাদ আলী ঢালী, মাওলানা মোঃ মোকসেদুর রহমান, শুরা সদস্য মোঃ সুরুজ মিঞা, ইঞ্জিনিয়ার আবদুল মুবিনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। তারা আশা প্রকাশ করেন, মুন্সীগঞ্জ-৩ আসনের জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবেন।

ডিমলা নীলফামারী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাওলানা মনজুরুল ইসলাম আফন্দীর নাম ঘোষণা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীরজা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাগমারা (রাজশাহী) : রাজশাহী-৪ বাগমারা আসনে সংসদ সদস্য পদে ড: জাহিদ দেওয়ান শামীমের পক্ষে গতকাল বুধবার (২৩ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। ড: জাহিদ দেওয়ান শামীম আমেরিকা প্রবাসী তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি রাজশাহী মেডিকেল কলেজ।

গতকাল শামীম সংসদ প্রার্থী ড: জাহিদ দেওয়ান পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম এর কাছ থেকে দলীয় নেতৃবৃন্দ এ মনোনয়নপত্র উত্তোলন করেন।