দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছেলেসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৬ ও ৭ নভেম্বর পরপর দুদিন মো. সফর উদ্দিন (৪৩) ও তার পরিবারের ওপর প্রতিপক্ষরা হামলা চালায়। হামলায় সফর উদ্দিন, তার ছেলে মো. নুর উদ্দিনসহ পরিবারের ৬ জন গুরুতর আহত হন। ভুক্তভোগী সফর উদ্দিন জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে ঢুকে এলোপাতাড়ি মারধর করে, বাড়িঘর ভাঙচুর চালায় এবং নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
গ্রাম-গঞ্জ-শহর
জমি নিয়ে সংঘর্ষে ছেলেসহ আহত ৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের