গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির চাপায় গর্ভবতী একটি হরিণের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মা হরিণের পেট ফেটে বের হয়ে আসা দুইটি শাবকেরও মৃত্যু হয়। ঘটনাটি ঘটে রবিবার রাতে মাওনা-কালিয়াকৈর সড়কের শালদহপাড়া এলাকায় মালেকের দোকানের সামনে।
কালিয়াকৈর থানার ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই সুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা হরিণের লাশ ও মৃত শাবক দুটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তা, শরিফ খান চৌধুরী বলেন, রাতের আঁধারে হরিণটি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় গর্ভবতী হরিণটির পেট ফেটে দুইটি শাবক বের হয়ে আসে, তারাও প্রাণ হারায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মা হরিণ ও শাবক দুটিকে মাটিচাপা দেওয়া হবে। তিনি আরও জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার আশপাশে গভীর বনাঞ্চল রয়েছে, তবে হরিণটি ঠিক কোথা থেকে এসেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকার বনাঞ্চলে কয়েকটি হরিণ বিচরণ করতে দেখা যাচ্ছিল। তাদের ধারণা, বনাঞ্চল থেকে বের হয়ে দৌড়াতে গিয়ে সড়ক পার হওয়ার সময় হরিণটি দুর্ঘটনার শিকার হয়।
এদিকে, গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারেক রহমান জানান, সাফারি পার্ক থেকে কোনো হরিণ বেরিয়ে লোকালয়ে চলে যাওয়ার তথ্য সঠিক নয়। পার্কে থাকা সব হরিণ নিরাপদে পার্কের ভেতরেই অবস্থান করছে।