শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুর-ঢাকা মহাসড়কের সড়ক ও জনপথের জমি থেকে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা শহরের ধানুকা এলাকার ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক বিভাগ সূত্র জানিয়েছে ধানুকা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের জায়গা জবরদখলকৃত ১৪৬টি অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে মুক্ত করা হবে। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সড়ক বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করেন। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানিয়েছে, শহরের ধানুকা হতে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত ৬০ থেকে ৭০ ফুট প্রশস্থ সহাসড়কের জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে বিভিন্ন কাঁচা-পাকা ১৪৬টি স্থাপনা। ফলে সড়কের স্বাভাবিক যানচলাচল বিঘিœত হচ্ছে। অবৈধ দখলদারদের তালিকা অনুযায়ী তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয়ার জন্য সড়ক বিভাগ থেকে নোটিশ দেয়া হলেও কোন কাজ হয়নি। ফলশ্রুতিতে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সোমবার সকাল থেকে ধানুকা এলাকা থেকে কোর্টের মোড় এলাকা পর্যন্ত ১৫ টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
সড়ক জনপথের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ
শরীয়তপুর-ঢাকা মহাসড়কের সড়ক ও জনপথের জমি থেকে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।