খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসা উপজেলা শোমসপুর ইউনিয়নের ধুশুন্ড রেলগেট সংলগ্ন রেল লাইনের ওপর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সম্প্রতি এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষে ফেরার পথে লোকজন রেললাইনের উপর লাশটি দেখতে পান। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। তবে রাতের কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।

খবর পেয়ে রেলওয়ের কর্মীদের মাধ্যমে পুলিশকে জানানো হলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রদীপ সরকার (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

গত ২৬ আগস্ট উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ সরকার বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ সরকার বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি শুরু হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপ সরকারের মৃতদেহ উদ্ধার করেন । এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।