আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনা জেলা সাইবার ক্রাইম টিম ও গোয়েন্দা পুলিশ টিমের তৎপরতায় বিকাশ প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।

গত ০১ মাস যাবত বরগুনা জেলার বিভিন্ন থানা হতে সাধারণ লোকজন বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে পুলিশ সুপার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, বরগুনা বরাবর অভিযোগ পেয়ে আসছিলেন।

মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, বরগুনা অভিযোগগুলো আমলে নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক অপরাধী সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ইনচার্জকে নিদের্শ প্রদান করেন। জেলা সাইবার ক্রাইম টিম গত ০১ মাস যাবত নিবির পর্যবেক্ষন ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধী সনাক্ত করেন।

পুলিশ সুপার, বরগুনা এর সার্বিক দিক নিদের্শনায় সাইবার ক্রাইম টিম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে ৫ অক্টোবর ( রবিবার) বেলা অনুমান ৪ ঘটিকায় বরগুনা জেলার আমতলী থানাধীন উত্তর টিয়াখালী এলাকা হতে প্রতারক চক্রের (১) মোঃ সুজন, পিতা-মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সাং-দেবপুর, ডাকঘর-মাছুয়াখালী, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী (২) আব্দুর রহমান (২৫), পিতা-মোঃ দেলোয়ার মুন্সী, (৩) সুমি (২২), স্বামী-আব্দুর রহমান, উত্তয় সাং-উত্তর টিয়াখালী, ডাকঘর-চলাভাঙ্গা, থানা-আমতলী, জেলা-বরগুনাদের গ্রেফতার করা হয়।