চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ফুলেল শুভেচ্ছায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ মোহাঃ জাওয়াদুল হক। ভিসি প্রফেসর ডাঃ মোহাঃ জাওয়াদুল হক বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখন থেকে শুরু। এই সময়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। ভালো ফলাফলের করার পাশাপাশি একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ
ফুলেল শুভেচ্ছায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ।