জীবনের কঠিনতম মুহূর্তেও মানুষের মধ্যে মানবিকতা যে এখনও বেঁচে আছে, তার অনন্য প্রমাণ মিলল যশোরের রূপদিয়া রেলস্টেশনে। মানসিক ভারসাম্যহীন এক নারী সেখানে সন্তান প্রসব করেছেন। স্থানীয়দের সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় নতুন জীবন পেল এক অবুঝ শিশু। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন যশোর সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন) সকালে রূপদিয়া রেলস্টেশনে। মানসিক ভারসাম্যহীন এক নারী অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মানবিক অনুভূতিতে সাড়া দিয়ে তারা দ্রুত যশোর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে পৌঁছানোর অল্প কিছুক্ষণ পরেই প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন নারীটি। দ্রুত চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু দুজনই নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগী নারীর নাম নাজমা (২৬) বলে জানা গেলেও, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নিজের পূর্ণ ঠিকানা বা পরিচয় জানাতে পারছেন না। জানা গেছে, তার স্বামীর নাম লুৎফর, তবে বিস্তারিত কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে, তিনি যশোর জেলারই কোনো এলাকার বাসিন্দা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতক ও তার মা এখন সুস্থ আছেন। তবে তাদের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে।
স্থানীয়দের মানবিক ভূমিকা এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবিদার। এই ঘটনা সমাজের সব স্তরের মানুষকে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়।
এমন হৃদয়বিদারক ঘটনার মাধ্যমে আবারও মনে করিয়ে দিল — সমাজের প্রত্যেকটি অসহায় জীবনের জন্য মানুষের দায়িত্ব রয়েছে। একটু সহানুভূতি আর সহযোগিতাই পারে তাদের জীবন বদলে দিতে।