বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, সমাজের ঘরে ঘরে কুরআন সুন্নাহর আলোকে ইসলামের দাওয়াত প্রদানে নৈতিক মান সম্পন্ন দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসিম।

তিনি গতকাল সোমবার রংপুর মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয় মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অঞ্চল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাওলানা আব্দুল হালিম বলেন, পবিত্র কুরআন ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণ সহ নানা নৈরাজ্য বিরাজ করছে। তিনি জনমত গঠনের গুরুত্বারোপ করে বলেন, মানবিক সরকার গঠনে আগামী নির্বাচনে ভাল ফলাফলের জন্য সমাজের অসহয় দুখী মানুষের পাশে দাঁড়ানো নিয়মিত কাজে পরিণত করতে হবে। মানুষের সামাজিক সমস্য সমাধানে তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কর্মীদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে মানুষের এই প্রত্যাশা পুরণ করা সম্ভব। তিনি বলেন, আল কুরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে।

মাওলানা আব্দুল হালিম বলেন, গাঁজায় অমানবিক ও বর্বরোচিতভাবে সংঘটিত হত্যাযজ্ঞ বিশ্ব বিবেককে স্তম্ভিত করেছে। তিনি বলেন খুনি ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ এখন ইসলামী আন্দোলনের জন্য উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। সংগঠনের সকলস্তরের জনশক্তিকে উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন এবং সমাজে কল্যাণমূলক কাজে ভূমিকা পালনের মধ্য দিয়ে এর মূল্যায়ন করতে হবে।

অঞ্চল বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর মহানগর সেক্রটারি কে এম আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, পঞ্চগড় জেলা আমীর মোহাম্মদ ইকবাল হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ আনিছুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, লালমনিরহাট জেলা আমীর এডভোকেট আবু তাহের, সেক্রেটারি এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, গাইবান্ধা জেলা আমীর মোহাম্মদ আব্দুল করিম সরকার, সেক্রেটারি মাওলানা জহুরুল হক, কুড়িগ্রাম জেলা আমীর মুহাদ্দিস আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এবং সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।