দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করার জন্য ময়দানে যুব সমাজকে আপসহীন ও অগ্রসৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার যুব বিভাগ আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর আমীর আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি নাসির উদ্দীনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ ও এডভোকেট মহসিন কবির মুরাদ এবং শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

ড. মু. রেজাউল করিম বলেন, ইসলাম প্রতিষ্ঠায় দাওয়াত অপরিহার্য অনুষঙ্গ। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার নির্দেশ প্রদান করেছেন। মোমিনের প্রধান বৈশিষ্ট্য হলো দাওয়াত, আদেশ-নিষেধ, দ্বীন প্রতিষ্ঠা বা নসিহতের দায়িত্ব। এমন দ্বীনি দাওয়াত যে ব্যক্তি প্রদান করবেন, তিনি সফলতা অর্জন করবেন। পবিত্র কালামে হাকীমের সূরা আল ইমরানের ১০৪ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে; আর তারাই প্রকৃত সফলকাম’। তাই আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে যুব সমাজকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, একটি অপশক্তি জনতার বিজয় নস্যাৎ ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবেই ইসলাম বিরোধী নারীনীতি প্রণয়ন করা হয়েছে। যা এদেশের ইসলামপ্রিয় মানুষ কোনভাবেই মেনে নেবে না। মূলত, পতিত সরকারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তৎপর রয়েছে। আর স্বৈরাচার ও ফ্যাসিবাদীরা রাষ্ট্রের সকল অবকাঠামো ধ্বংস করে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্য এবং পুরো দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিলো। দুর্নীতিবাজ ও লুটেরারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। তাই আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রীদের বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা জরুরি। তিনি আগস্ট বিপ্লবকে অর্থবহ ফলপ্রসূ করার জন্য বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। অন্যথায় আমাদের কোন অর্জনই ফলবতী হবে না।

রাজধানীর ভাষানটেক থানায় ক্রিকেট টুর্নামেন্ট: জামায়াতে ইসলামী ভাষানটেক থানার উত্তর ভাষানটেক ওয়ার্ডের যুব ইউনিটের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট এর আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন।

ভাষানটেক থানা আমীর ডাঃ মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে স্থানীয় কয়েকটি ক্লাব অংশগ্রহণ করে। যুব ইউনিটের সভাপতি সজিব আহমেদ, সেক্রেটারি মো: বিল্লাল হোসেন এর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ভাষানটেক থানা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন খান, থানা কর্মপরিষদ সদস্য সেলিম রেজা, এডভোকেট আল মাহমুদ, সৈয়দ রফিকুল ইসলাম, এনসিপি ভাষানটেক থানার সদস্য সচিব আসিফ আহমেদ খান, সমাজসেবক ফখরুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।