বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ডা. মাজহারুল আলম।
গাজীপুর মহানগর জাসাসের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ডা. মাজহার বলেন, স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নপ্রসূত বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠা। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দুঃসময়ের কান্ডারী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জাসাসের সিনিয়র সভাপতি ইনাম আহমেদ বেনু এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট আসাদুজ্জামান বিপ্লব, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রিয় ও দেলোয়ার হোসেন। এছাড়াও বিপুলসংখ্যক বিএনপি ও জাসাস নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে।