স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিনাশুখানিয়া নতুন বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব আয়োজিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার অঙ্গীকার করেন।
চিনাশুখানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আব্দুল বারিক (পিপিএম)। তিনি সম্প্রতি গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। তাঁর বক্তব্যে তিনি মাদকের ভয়াবহ দিক তুলে ধরে সমাজ থেকে এ অভিশাপ নির্মূলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কামরুজ্জামান চানু, চিনাশুখানিয়া দাখিল মাদ্রাসার সুপার, চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশীদ, মোঃ মিনহাজ উদ্দিন মোড়ল, আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, মাদক শুধু পরিবার নয়, সমাজ ও জাতিকে ধ্বংস করছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজ নেতাদের এগিয়ে আসতে হবে।