সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল।

তিনি সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী। চৌগ্রাম ঘোষপাড়া গ্রামের মো. নজিবর রহমান শেখ এর ছেলে কামরুল।

বুধবার রাতে চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে এক নির্বাচনী মতবিনিময় সভায় সিংড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।