দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে কুষ্টিয়া কোর্ট স্টেশনের একমাত্র ব্রেস্ট ফিডিং বুথটি। ফলে স্টেশনে শিশু সন্তান নিয়ে ট্রেনের অপেক্ষায় থাকা নারী যাত্রীদের চরম দুর্ভোগ হচ্ছে। গত বছরের ৫ আগস্ট বুথটির গ্লাস ভেঙে যাওয়ার পর থেকে এটি পুরোপুরি অচল হয়ে পড়েছে। মেরামতের উদ্যোগ না নেওয়ায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।

জানা যায়, যাত্রীসেবার মানোন্নয়নের অংশ হিসেবে কুষ্টিয়া কোর্ট স্টেশনে স্থাপন করা হয়েছিল এই ব্রেস্ট ফিডিং বুথ। উদ্দেশ্য ছিল নারী যাত্রীদের জন্য একটি নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশ তৈরি করা, যেখানে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়াতে পারবেন স্বাচ্ছন্দ্যে। কিন্তু বর্তমানে বুথটি ভেঙে পড়ে থাকায় এই গুরুত্বপূর্ণ সুবিধাটি পুরোপুরি বন্ধ।

স্টেশনে অপেক্ষমাণ মাজেদা খাতুন নামের এক নারী যাত্রী বলেন, আমরা যখন ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করি, তখন বাচ্চা কাঁদতে থাকে। কিন্তু এখানে দুধ খাওয়ানোর কোনো জায়গা নেই। আগে বুথটা ছিল, এখন সেটা ভেঙে পড়ে আছে। বাধ্য হয়ে বাচ্চাকে সান্ত্বনা দিই, কিন্তু দুধ খাওয়াতে পারি না। যাত্রী সুফিয়া বেগম বলেন, এই ছোট্ট বুথটা ছিল আমাদের মতো মায়েদের জন্য খুবই দরকারি। এক বছরেরও বেশি সময় ধরে অকেজো হয়ে আছে, কেউ মেরামতের উদ্যোগ নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের আগে বুথটি ব্যবহারের উপযোগী ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট একটি গ্লাস ফেটে যাওয়ার পর থেকে এটি বন্ধ রয়েছে। শুধু এই বুথ নয়, স্টেশনের আরও কিছু স্থাপনাও জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুতই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার নাগরিক সমাজ ও নিয়মিত ট্রেনযাত্রীদের দাবি, অবহেলিত এই বুথটি দ্রুত সংস্কার করে পুনরায় চালু করা হোক, যাতে নারী যাত্রীদের ভোগান্তি লাঘব হয় এবং রেলওয়ে সেবার প্রতি মানুষের আস্থা ফিরে আসে। তারা মনে করছে, কুষ্টিয়ার মতো ব্যস্ত রেলস্টেশনে নারী ও শিশুবান্ধব এই সেবাটি পুনরায় চালু করা জরুরি।