গ্রাম-গঞ্জ-শহর
ডুয়েট ছাত্রদলের ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাইস উদ্দিন নাইস এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখার ছাত্রদলের ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কাকৃতি নেতারা হলো, সাবেক আহ্বায়ক সোহাগ সরদার, সাবেক সদস্য সচিব ফজলে রাব্বি খান এবং ছাত্রনেতা মোঃ আশরাফুল হক।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাইস উদ্দিন নাইস এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের নবগঠিত ২৮ সদস্যের কমিটি ঘোষণার পরপরই কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশ, এবং বিবাহিতদের অন্তর্ভুক্তির ইস্যুতে সভাপতি মো. আশরাফুল হকসহ ১৫ জন নেতা একযোগে পদত্যাগ করেন।
একই সঙ্গে ১৫ জনের পদত্যাগের কারণ খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠ করা হয় । ওই তদন্ত কমিটিতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াজুর রহমান ও সজীব মজুমদারকে সদস্য করা হয়েছিল। তদন্ত রিপোর্ট প্রকাশের পর এই সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হয়।