ফেনী সংবাদদাতা : ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামের চৌধুরী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী। সোমবার সকালে দলটির জেলা আমীর মুফতি আবদুল হান্নান ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদান করেন। এসময় জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক মো: ইলিয়াস, শহর সহকারী সেক্রেটারি মো: মিজানুর রহমান, ঘোপাল ইউনিয়ন সেক্রেটারি শাহাদাত হোসেন সৌরভসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের জেলা আমীর মুফতি আবদুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামীর মানবতার সংগঠন। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ায়। অতীতের ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী আগামীতেও মানুষের পাশে থাকবে।’ ক্ষতিগ্রস্তরা হলেন- বেলাল আহমেদ, আতিক, সিরাজুল ইসলাম, সেতারা বেগম, রফিক, নাসির উদ্দিন, জিয়া উদ্দিন ও আবু তাহের সোহাগ।