বাংলাদেশে ক্যান্সার বিষয়ক শিক্ষা, সচেতনতার ঘাটতিগুলো চিহ্নিত করে তা প্রতিরোধে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। গতকাল সোমবার ভোলাহাটের পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে ইউনেস্কোর সহযোগিতায় ডাইসিন গ্রুপ এই সেমিনারের আয়োজন করা হয়। ডাইসিন গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ক্যান্সার সম্পর্কে বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ক্যান্সার কেয়ার ও রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের সভাপতি প্রতিষ্ঠাতা ড. মুশতাক ইবনে আইয়ুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কো পার্টনারশিপ প্রোগ্রামের সহ-পরিচালক ড. সাবিনা ইয়াসমিন, একই বিভাগের প্রভাষক ও সহ-পরিচালক কানিজ ফাতেমা। এছাড়াও বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাঃ মোসফিকা কাওসারী লিসা, সাইফুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক ডাঃ আব্দুর রব । এসময় বিশেষজ্ঞরা বলেন, ক্যান্সার কোন ভীতিকর রোগ নয়। সচেতন থাকলে অতিদ্রুত সময়ে তা রোধ করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এই রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষকরা জানান, বাংলাদেশে এখনো ক্যান্সার সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে নারীরা এই রোগে আক্রান্ত হলেও সামাজিক কুসংস্কার, ভীতি ও নানা প্রতিবন্ধকতার কারনে চিকিৎসা নিতে দেরি করেন। এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (BNCU) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কয়েক’শ শিক্ষার্থীসহ ডাইসিন গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে সেমিনার
বাংলাদেশে ক্যান্সার বিষয়ক শিক্ষা, সচেতনতার ঘাটতিগুলো চিহ্নিত করে তা প্রতিরোধে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। গতকাল সোমবার ভোলাহাটের পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স
Printed Edition