নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সকালে নগরীর মিশনপাড়া এলাকায় সমাবেশ করেন। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নেতৃবৃন্দ। পরে তারা বণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর চাষাঢ়া গোলচত্তর ঘুরে দুই নং গেট হয়ে আবার নিশনপাড়া গিয়ে শেষ হয়।

মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে আমাদেও অঙ্গিকার হবে বাংলাদেশ থেকে সকল প্রকার স্বেরতন্ত্র এবং ফ্যাসিষ্ট উৎখাত করে দেশে জনগণের শাসন কায়েম করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আইকন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুষ্টু সুন্দর দেশ হিগসেবে গড়ে তুলব।