মোঃ সাইফুল্লাহ : মাগুরায় দুলাভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার আলোচিত শিশু আছিয়া খাতুনের পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমীরে জামায়াতের দেওয়া গোয়াল ঘর গাভীও বাছুর শিশু আছিয়ার পরিবারকে হস্তান্তর করলো মাগুরা জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শিশুর নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে উপস্থিত হয়ে তার পরিবারের সদস্যদের সার্বিক খোজ খবর নেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের। এ সময় শিশুটির পরিবারের পক্ষ থেকে আছিয়ার মা আয়েশা খাতুনের হাতে বাছুরসহ একটি গাভী গরু ও গোয়ালঘর হস্তান্তর করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, জেলা প্রচার সেক্রেটারি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা অধ্যাপক ফখরুদ্দিন মিজান, সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ মুজাফফর হোসেন মুন্না, ওয়ার্ড সভাপতি আব্দুল মাজেদসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় আছিয়ার মা জামায়াতে ইসলামীর আমীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান হুজুরের কথা অনুযায়ী বাছুর সহকারে একটি গাভী পেয়েছি, একটা গোয়ালঘর পেয়েছি। বর্তমানে এ গরু থেকে দুধ বিক্রি করে আমার ছেলে মেয়েদের নিয়ে থাকতে পারবো। আমার খারাপ সময়ে হুজুরের এই সহযোগিতায় আমি স্বাবলম্বী হতে পারবো, ইনশাআল্লাহ। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার মেয়েকে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
মাগুরা-০১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামী মানব সেবায় নিয়োজিত আছে, মানুষের শান্তির লক্ষ্যে এই নির্যাতিত পরিবারের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন। আছিয়ার সাথে নির্মম যে ঘটনাটি ঘটেছে এর পর থেকেই জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের দিকনির্দেশনায় আমরা বিভিন্ন সময় এই পরিবারটিকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে এসেছি। ইনশাআল্লাহ, সামনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের বলেন, শিশু আছিয়ার দোয়া মাহফিল ও কবর যিয়ারত শেষে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান তিনি এই পরিবারকে স্বাবলম্বী করার জন্য এই পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। আজ তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে শিশুটির মা আয়েশা বেগমের হাতে আমরা একটি বাছুরসহ দুধওয়াল গাভী ও একটি সুন্দর গোয়ালঘর হস্তান্তর করলাম। আমাদের গরুটি ক্রয় করতে খরচ হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা। আমরা লক্ষ্য করেছি এই গরুটি থেকে প্রতিদিন ৯-১০ লিটার দুধ বিক্রি করা যাবে। এই দুধ বিক্রির টাকা দিয়ে পরিবারটির খরচ মেটানো যাবে। আমরা আশা করি এটি থেকে এই পরিবারটি ঘুরে দাড়াবে। মামলা সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।
এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।