গত রোববার নোয়াখালী জেলার পানিবদ্ধতা নিরসন ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১দফা দাবি নিয়ে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদকে স্মারক লিপি প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, এ সময় তার সাথে ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীরদ্বয় অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, মাওলানা নিজাম উদ্দীন ফারুক ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য ডা:বোরহান উদ্দিন, নোয়াখালী পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মায়াজ, নোয়াখালী শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান আরমানসহ নেতৃবৃন্দ।
নোয়াখালী জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় জেলার সকল খাল ড্রেন ও জলাশয় জরুরি ভিত্তিতে পরিস্কার ও সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ করে খাল জলাশয়ের স্বভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। সকল খালের সরকারি নকশা প্রকাশ করতে হবে, নোয়াখালীর দক্ষিণে ভাটিতে অবৈধ ভাবে নির্মিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ কিংবা বিকল্প ব্যবস্থা কোম্পানিগঞ্জ, কবির হাট, সুবর্ণ চরসহ বিভিন্ন উপজেলার পানি নিষ্কাশনের জন্য নদীর সাথে খালের সংযোগ পূনঃস্থাপন করতে হবে। ইন্দনী, ধানশালীক, বাজারের নতুন খাল, আলগী খালসহ সকল খাল গভীরভাবে খনন ও চওড়া করতে হবে। মুছাপুর সুইচ গেইট জরুরি ভিত্তিতে পুনরায় নির্মাণ করতে হবে, চৌমুহনীর সাথে সম্পৃক্ত খাল সমূহ সংস্কার এবং অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে। ২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সকল রাস্তা ঘাট পুনঃ মেরামত, পানিবদ্ধতা নিরসনে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্লান প্রনয়ন ও বাস্তবায়ন করতে হবে। ২৪সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতার আলোকে বিশেষ বরাদ্দ নির্ধারণ করতে হবে। স্মারক লিপি প্রদানের পূর্বে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে সকাল এগারটায় একটি দীর্ঘ অনুষ্ঠিত হয়। জেলা আমীরসহ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। এরপর নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদ এর নিকট স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মহোদয় সাধ্যানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
বেগমগঞ্জে খাল পরিষ্কার কাজ উদ্বোধন
বেগমগঞ্জ ও চৌমুহনী পৌরসভায় পানিবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ ও চৌমুহনী পৌরসভা শাখার নেতাকর্মীরা। এতে উপকৃত হবে বেগমগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন ও এক পৌরসভার কয়েক লক্ষ মানুষ সহ আশ পাশের চার উপজেলা পানি পানিবন্দি জনসাধারন।
গতশুক্রবার দিনভর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও জেলা জামায়াতের শিল্প-সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল এর নির্দেশনায় নেতাকর্মী খাল সংস্কার ও পরিস্কারের কাজ শুরু করে চৌমুহনী দক্ষিণ বাজার খাল থেকে আঠিয়াবাড়িপুল পযর্ন্ত।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা নিজাম উদ্দিন, সোহাগ সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতা আব্দুলাহ আল বাকী।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।