কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে পরিচালক জনাব মতিউর রহমানের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জুবায়ের হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল ইসলাম, সদস্য সচিব জিএম নাহিদ হাসান, আনিসুর রহমান, জাহিদ হাসান রানা, হাফেজ সোহরাব হোসেন, আবু বক্কার সিদ্দিক, নাজমুল হাসান, আব্দুস সামাদ প্রমুখ।

এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্কুল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা শাখার সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জুবায়ের হোসেন বলেন, আমরা এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদেরকে মেধাবী, সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল ইসলাম বলেন, বর্তমান যুগ জ্ঞানের যুগ, এই যুগে একজন শিক্ষার্থী হিসেবে পৃথিবীকে ভালো কিছু উপহার দিতে হলে প্রয়োজন শাণিত মেধা, যোগ্যতা এবং নিরলস পরিশ্রম। আর এই গুণগুলো অর্জনে সহায়তা করতেই আমাদের এই আয়োজন।