চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট পতনের পরবর্তীতে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারকেই জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

গতকাল মঙ্গলবার দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ের বিআইএ মিলনায়তনে থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। তাই জুলাই ঘোষণাপত্রের আলোকে সকল শহীদ, পঙ্গু ও আহতদের তালিকা করে তাদের পুনর্বাসন করতে হবে।

নগর আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের খুনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনূস এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, ফখরে জাহান সিরাজী সবুজ, আমির হোছাইন, হামেদ হাসান ইলাহী, মাহমুদুল আলম, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, থানা আমীর মহিউদ্দিন শাহজাহান, বায়েজিদ থানা আমীর জাকির হোসেন, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি, আকবরশাহ থানার আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, পতেঙ্গা থানা আমীর মুহাম্মদ সেলিম, পাহাড়তলী থানা আমীর মুহাম্মদ নুরুল আলম, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, থানা আমীর মহিউদ্দিন শাহজাহান, সেলিম জামান, ড. আ ম ম মসরুর হোসাইন, মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।