ঠাকুরগাঁও সংবাদদাতা: ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে স্কাউট দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল এগারোটায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালীটি শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি ইসরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন স্কাউটের দিনাজপুর অঞ্চল কমিশনার আক্তারুজ্জামান সাবু, দিনাজপুর অঞ্চলের সহসভাপতি জালাল উদ্দিন, ঠাকুরগাঁও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। এছাড়া স্কাউটের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক, শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্কাউট সদস্যরা শহরে বিভিন্ন সড়কে জেব্রা ক্রসিং অঙ্কন, রোড ডিভাইডার মার্কিংসহ বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমে অংশ গ্রহন করেন।