জুলাই আন্দোলনের অন্যতম শহীদ বরিশালের বাবুগঞ্জের শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর ও বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত বরিশাল-৩ (বাবুগঞ্জ- মুলাদী) আসনের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এসময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমীর মাওলানা মো: রফিকুল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, মাধবপাশা ইউনিয়ন আমীর সৈয়দ আলতাফ হোসেন, রহমতপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: মাসুম বিল্লাহ, শিবির সভাপতি সৌরভ সর্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া তিনি মোসলেম আলি খান দাখিল মাদ্রাসা ও মসুরিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন এবং মাধবপাশা ইউনিয়নের লাফাদি অঞ্চলে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন। বিকেলে অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর রহমতপুর বাজারে সর্বসাধারণের মাঝে গণসংযোগ করেন।