খুলনা-৩ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জনগণ নির্বাচিত করলে এলাকাকে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত করে জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা উপহার দেব। জনভোগান্তি দূরীকরণে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ ও পানি সরবরাহের পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন করা হবে। মাদক মুক্ত করতে যুব সমাজের জন্য খেলাধুলা ও শরীর চর্চার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে। খুলনা-৩ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। বৃহস্পতিবার খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডের শেখপাড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
৯ নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদ এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মহানগরী খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কাজী বায়েজীদ, কাজী নুরুল আলম লাবলু, কাজী ওহিদুল ইসলাম, কাজী শাহ এজাজ পিরু, কাজী আবুল আসানাত বাবু, কাজী হাবিবুর রহমান বাকা, কাজী ফকরুল জামান পিন্টু, কাজী হেদায়েতুল ইসলাম, কাজী মনোয়ার হোসেন মনো, শেখ আব্দুল হাই, শেখ কাওছার হোসেন, কাজী মোহসিন, কাজী শরিফুল ইসলাম চাদ, কাজী জিয়াউর ইসলাম প্রমুখ।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, অনেকে মনে করেন ধর্ম এক জিনিস আর ব্যবসা, চাকরি, রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস। কিন্তু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। প্রচলিত ব্যবস্থার বিপরীতে জামায়াত এদেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিরাপদে-নির্বিঘেœ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে।
জামায়াত এদেশে রক্তপাতহীন পদ্ধতিতে ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এজন্য আপনাদের ম্যান্ডেট চাই। আপনাদের ভোটের মাধ্যমেই এদেশে শান্তির ধর্ম ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, অতীতে বারবার বিভিন্ন মানব রচিত মতাদর্শের অনুসারীদের ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে। এদেশের মানুষ ইসলামী শাসন দেখেনি। অন্তত একবার আল্লাহর ওহীর বিধান কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নিয়মিতভাবে এদেশে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠন ও সংশোধনের কাজ করে যাচ্ছে। আপনারা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয় জীবনসহ কামাই-রোজগারে হারাম পথ পরিহার করে হালাল গ্রহণ করবেন। তবেই সমাজে ইসলামের সুমহান শান্তির সুবাতাস বইবে।