লক্ষ্মীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রায় ১০৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সম্প্রতি লক্ষ্মীপুর পৌর প্রশাসক (ও ডিডি এল জি লক্ষ্মীপুর) জসিম উদ্দিন এ বাজেট ঘোষণা করেন। লক্ষ্মীপুর পৌরপভার কার্যালয়ের হল রুমে এ আয়োজন করা হয়।
প্রশাসক তার বক্তব্যে জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে পৌরসভার আয় ধরা হয়েছে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা। আয় অনুযায়ী একই পরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে। এটি আয়-ব্যয় অনুযায়ী ভারসাম্যপূর্ণ বাজেট বলে জানিয়েছেন তিনি।
বাজেটে রাজস্ব আয় (উপাংশ-১) ৪১ কোটি ৮১ লাখ টাকা, রাজস্ব আয় পানি (উপাংশ ২) ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন হিসাব (এডিপি) ২ কোটি টাকা, মূলধন ২০ লাখ টাকা, আইইউজিআইপি প্রকল্প ১ কোটি টাকা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ১ কোটি টাকা, কোভিট ১৯ প্রকল্প ১০ কোটি টাকা, আরইউটিডিপি প্রকল্প ২৫ কোটি টাকা। এতে মোট আয় ৯৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা ও প্রারম্ভিক স্থিতি ৮ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৩৯১ টাকা ধরা হয়েছে। এছাড়া এসব খাতে ব্যয় ৯৯ কোটি ৮০ লাখ টাকা ও সমাপনী স্থিতি ২ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা ধরা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মফ ফারাভী, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ।