নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত রাবার বাগানের মালিক নাম আব্দুল হক (৪৫)। গত ১৯ নভেম্বর ভোর ৫টার সময়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক বাইশারী ইউনিয়নের বাসন পাড়া এলাকার মিনাজ উদ্দিন ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির নতুন পাড়া পাইয়াঝিরি এলাকায় রাবারের কস সংগ্রহ করার সময়ে ২-৩টি বন্যহাতির মুখোমুখি পড়ে যায় আব্দুল হক। এ সময় পালানোর সময় বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার (ওসি) মো: মাসরুরুল হক জানান, বন্যহাতির আক্রমণে সোনাইছড়িতে আব্দুল হক নামের এক জনের মৃত্যুর খবর পেয়েছি। তার লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া ব্যবস্থা করা হয়েছে।