কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবল পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বিকালে বাসস্ট্যান্ড সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক শেখ সাদী।
কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড: নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাইদুল ইসলাম। কুমারখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া মঞ্চের উপজেলা আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, বিএনপি নেতা আব্দুর রইস, হেলাল উদ্দিন, রিপন মেম্বার, শামীম ইব্রাহিম, ডাক্তার শরিফুল ইসলাম, বকুল, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, রোকনুজ্জামান, রিনা রহমান, ছাত্রনেতা কামরুজ্জামান সোয়াদ, হিদয় আহমেদ, শাকিল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি মো: শেখ সাদী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শের উপর অবিচল থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়নে কাজ করছে। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত ও আইনের শাসন কায়েম করবে।
তিনি আরো বলেন, যারা বদমাইশ তারা জিয়াউর রহমান কে নিয়ে কটাক্ষ করে।স্বা ধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে গ্রেফতার করে রাখা হয়। তখন একটি ঐতিহাসিক মুহূর্তে সাধারণ ছাত্র জনতা তাকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে।
শেখ সাদী বলেন, তারেক রহমানের প্রতি আস্থাশীল হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের একটি পথ দেখার সুযোগ পেয়েছি। গণতন্ত্রকে যদি আবার একটি বাক্সবন্দী করার ষড়যন্ত্র করা হয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও গণতন্ত্রকে মুক্ত করবো। আগামীতে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করব ইনশাআল্লাহ।