আগৈলঝাড়া সংবাদদাতা : উপজেলায় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা উপেক্ষা করে এখনো অপসারিত হয়নি বিপুল পরিমাণ নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন। ইসির নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমা পেরিয়ে গেলেও উপজেলার বিভিন্ন সড়ক, বাজার এলাকা, দেয়াল ও বিদ্যুৎ খুঁটিতে প্রার্থীদের প্রচারণা সামগ্রী চোখে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি এসব পোস্টার ও ব্যানার পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগ বাড়াচ্ছে। দ্রুত এসব অপসারণ না হলে ইসির নির্দেশনার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে বলে মনে করছেন তারা।

দলীয় সূত্রে যানা গেছে , জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে তার দলীয় প্রতীকের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিছু পোস্টার ও ব্যানার সরানো হলেও এখনও পুরোপুরি অপসারণ শেষ হয়নি বলে দেখা গেছে। অন্যদিকে বিএনপির বিভিন্ন পদপ্রত্যাশী ও সমর্থিত প্রার্থীদের ও স্থানীয় নেতাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এখনো দৃশ্যমান রয়েছে, যা জনসাধারণের দৃষ্টিতে পড়ছে। এ অবস্থায় নির্বাচন কমিশনের ঘোষণার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলেও আগৈলঝাড়ায় এখন পর্যন্ত মাঠপর্যায়ে এর দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়েনি। স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দেশনার কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছেন।