শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় মাগুরা জেলার চার থানা ও ডিবির একাধিক টিম বুধবার ১০ ডিসেম্বর রাতে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত, মাদক উদ্ধার সংক্রান্ত ও নিয়মিত মামলায় মোট ২১ জন আসামী গ্রেফতার করে মাগুরা জেলা পুলিশ। এর মধ্যে মাগুরা সদর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ৮ জন মাদক মামলায় ১ এক জন নিয়মিত মামলায় ২ দুই জন মোট ১১ জন, শ্রীপুর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ২ দুই জন, মাদক মামলায় ৩ তিন জন মোট ৫ পাঁচ জন, মহম্মদপুর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ৩ তিন জন, নিয়মিত মামলায় ১ এক জন মোট ৪ চার জন, ও শালিখা থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ১ জন। এছাড়া মাগুরা জেলার ডিবি টিমের বিশেষ অভিযানে ৭৫ পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৫৪,হাজার ১৫০ টাকা সহ ৩ তিনজন আসামী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাগুরা জেলা পুলিশের নিয়মিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।