বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট দিয়ে জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া। পরবর্তী নির্বাচিত সরকার নিজেদের ক্ষমতাকে ভিন্নদিকে নিয়ে যাবে। নভেম্বরে গণভোট দিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম সম্ভব। সরকারকে নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণের সমর্থন নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১০ নং ওয়ার্ডের বাবুস সালাম জামে মসজিদ ও বঙ্গবাসী এলাকায় গনসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ১০ নং ওয়ার্ড আমীর গাজী দেলোয়ার হোসেন, সেক্রেটারি বিপ্লব হোসেন বাবু, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, জাহিদুল ইসলাম, মাওলানা ইমরান হুসাইন তুহিন, মাওলানা আরিফ বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, খান আমানুল্লাহ রাজা, কাওসার আমীন, জি এম আব্দুল্লাহ, সাইদুর রহমান, ছাত্রশিবির নেতা মিসবাহ, আলামীন, মুহতারাম, শ্রমিকনেতা মুহিব্বুর রসুল, বুলবুল কবির, শহিদুল ইসলাম, বদরুর রশিদ মিন্টু, ইমদাদুল, হেলাল, মোখলেসুর রহমান, সাইদুর রহমান, নাসিরুদ্দীন, আসাদুজ্জামান, আব্দুল বারী, কামরুল ইসলাম প্রমুখ।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তবর্তীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। কোন দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে আগামী নির্বাচন নিয়ে তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে। প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ করেই যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুনরূপে ফিরে আসবে। তাই এবিষয়ে সরকারকে আরও দায়িত্ববান হওয়ার আহবান জানাচ্ছি।