রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের আমতলী বাজার এলাকায় পরিবেশ বান্ধব শতবর্ষী সরকারী সড়কের আম গাছ কাটার বাঁধা দেয়ায় উপজেলা বিএনপি সভাপতি আমীনুল ইসলাম রাঙ্গার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক শামিম হোসেন গুরুতর আহত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী শামিম। তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তি চেয়ে গত ২৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে রিপোর্টার্স ক্লাব রংপুরে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা শামিম হোসেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা শামিম হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট উপজেলার অন্নদানগর ইউনিয়নের আমতলী বাজার এলাকায় পরিবেশ বান্ধব শতবর্ষী সরকারী সড়কের এ্কটি আম গাছ এক সময়ের আওয়ামী লীগের ডোনার বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি আমীনুল ইসলাম রাঙ্গার ঘনিষ্ট সহযোগী মাহবুবুর রহমান কাটার উদ্দোগ নিলে আমি তার বাঁধা দেই। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের দালাল লুৎফর রহমান ও মোশাররফ হোসেনের নেতৃত্বে আমার উপর তার সন্ত্রাসীদের লেলিয়ে দেন এবং তাদের হামলায় গুরুতর আহত হই। তিনি বলেন এব্যাপারে থানায় মামলা দায়ের করলে তা এন্ট্রি না করে পুলিশকে প্রভাবিত করে আমার নামে পাল্টা চাঁদাবাজির মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। এসময় শামীমকে রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রাকিব আল ইসলাম এগিয়ে আসেন। সন্ত্রাসীদের হামলায় তিনিও আহত এবং পুলিশ তাকে লাঞ্চিত করেন।

শামীম এলাবাসীর সুত্রে অভিযোগ করে বলেন আমীনুল ইসলাম রাঙ্গা বিএনপির নেতা হলেও গত বছরের ৫ ই আগষ্টের পর তিনি আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে লুটপাট, কমিশন বাণিজ্য, মামলা ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ভয়ংকর রাজনৈতিক সংকট তৈরী করেছেন। তিনি আওয়ামী লীগ নেতাদের পুর্নবাসনে নিয়োজিত বিএনপি নেতা আমীনুল ইসলাম রাঙ্গাকে উপজেলার বিএনপির সভাপতি পদ থেকে বহিস্কার, তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তি দাবি করে প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের দাবী জানান।

এ সময় সংবাদ সম্মেলনে এডভোকেট রাকিব আল ইসলাম, গোলাম রব্বানী রেজাউল ইসলাম রেজা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।