ভারতে পাচারের আগেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা মূল্যের ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি অবৈধ স্বর্ণের বারসহ দু’জন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচার কাজে ব্যবহৃত ১টি লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। আটক পাচারকারীরা হলো চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) ও একই গ্রামের খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক হায়দার আলী মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা প্রায় আড়াইটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রাম ব্যবহার করে চোরাকারবারীরা ভারতে স্বর্ণ পাচার করবে। গোপনে সংবাদটি জানার পর অধিনায়কের দিক নির্দেশনায় বিজিবির একটি সশস্ত্র দল এদিন সকাল ৮টার দিকে সীমান্ত পিলার ৭৯ হতে আনুমানিক ১ হাজার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। এরপর আনুমানিক সকাল সাড়ে ৮টায় বিজিবি’র দলটি একটি মোটরসাইকেলযোগে ২জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। ওই সময় তাদের থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।