নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের নবীনগর প্রতিনিধি(দক্ষিণ) মোস্তাক আহমেদ উজ্বলের নামে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতেন নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রবিবার ( ০৪/০৫) প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এতে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন সংঘর্ষের দিন মোস্তাক আহমেদ উজ্বল ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছিলেন।ঘটনার সাথে সে কোনভাবেই জড়িত ছিল না। উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক তাকে মামলার এক নম্বর আসামি করা হয়েছে। অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।