বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বনপাড়ায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা অ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আবুল হোসাইন বক্তব্য রাখেন।

মীরসরাই

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভা শাখার উদ্যোগে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়, পৌর আমীর মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ নুর উদ্দিন সজীবের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর জনাব আলা উদ্দিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, থানা সেক্রেটারি মোঃ মাইন উদ্দিন, পেশাজীবি থানা সভাপতি মোঃ ফারুক, আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জোরারগঞ্জ থানা সভাপতি মোঃআব্দুল্লাহ আল নোমান,আরো উপস্থিত ছিলেন মোঃ মুশফিক, মাওলানা নুরুল আযম, হাজী রেদোয়ান উল্লাহ, মোঃ সামছুদ্দিন ও এমদাদুল হক নিপুন চৌধুরী প্রমুখ।

মাগুরা

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় দরি মাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীরও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য ড, অধ্যাপক আলমগীর বিশ্বাস।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু'র সঞ্চালনায় ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।

প্রধান অতিথির ড.আলমগীর বিশ্বাস তাঁর বক্তব্যে এক পর্যায়ে জানান- আগামী সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনের জন্য জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর যশোর - কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিশের শূরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও ২ নং আসনের জন্য বর্তমান জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকেরকে মনোনীত করা হয়েছে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বিষয় বাকের সেক্রেটারি সাইদ আহমেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান

ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধতাধীক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বাঁশখালী

বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলন ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার পুকুরিয়া চাঁদপুর বাজার কাদেরীয়া মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, প্রধান বক্তা বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম।

পুকুরিয়া ইউনিয়ন যুব শাখার নবগঠিত কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পবিত্র কুরআন করীম থেকে দরস পেশ করেন মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খোরশেদ আলী চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন, সেক্রেটারি জাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের কমিটি ঘোষণা করা হয়। পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি জাহেদুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৫-২৬ সেশনের জন্য পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ঘোষিত এই কমিটিতে মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীনকে সভাপতি এবং আব্দুর রহিম সিফাতকে সেক্রেটারি করে ১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত একমিটির অনুমোদন দেয়া হয়।

সাদুল্লাপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন শাখার আয়োজনে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে ভাতগ্রাম স্কুল এন্ড কলেজে ভাতগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে টিম সদস্য, ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি প্রভাষক মো.আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি প্রভাষক মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন, তারবিয়াত সেক্রেটারি মুফতি শাফিউজ্জামান সুমন প্রমুখ।

কুমিল্লা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর গোল্ডেন স্পুন অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড.আবরার আহমাদ।বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন ড.মাসুদুল হক চৌধুরী,আড়াইবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতী আমিনুল ইসলাম।

কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারি মু.মাহবুবর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতে নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী,অধ্যাপক মজিবুর রহমান,কাজী নজীর আহম্মেদ,অধ্যাপক জাকির হোসেন, কাজী মোতাহের আলী দিলাল প্রমুখ।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখা'র আয়োজনে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়েছে।

বৃহঃবার ৬মার্চ ৫ই রমযান বাদ জোহর হইতে মাগরিব পর্যন্ত আলোচনা সভা হয়,পরে ইফতার মাহফিল সমপন্ন হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন মুন্সীগঞ্জ জেলা শূরা ও তরবীয়াত সেক্রেটারি মাওলানা এ,কে,এম, ইউসুফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী শাখার আমীর মাওলানা আবদুল বারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।বাংলাদেশ জামায়াতে ইসলামী আউটশাহী ইউনিয়ন সভাপতি মোঃ লিটন সরকার এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় রোকন মোঃ মনির হোসেন মেম্বার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাষ্টার সৈয়দ আব্দুর রহিম,উপজেলা বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম,আউটশাহী ইউনিয়ন সেক্রেটারি ইসমাঈল হোসেন,ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী আবু ইউসুফ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মেহেদী হাসান শাহরিয়ার,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা সামসুদ্দিন তুহিন,সাংবাদিক অনিক কবির,আনিসুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক ও জনশক্তিবৃন্দ।