চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হযেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি’র (নজেকশিস) সভাপতি মোঃ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, নজেকশিস’র সাবেক সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, নজেকশিস’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নজেকশিস’র সদস্য অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম, নজেকশিস’র সদস্য মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির প্রয়াত ২ সদস্যের নমিনী ও ৫ সদস্যের নমিনীকে জমাকৃত চেক প্রদান এবং প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২০২৮ মেয়াদে শাহ্নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী নয়নকে সভাপতি ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সহকারী অধ্যাপক মোঃ বাবুল আখতারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।