আশরাফুল আলম সিদ্দিকী, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, নতুন ভোরের বাংলাদেশ, এখন আমাদের বিচ্ছিন্ন থাকলে হবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। যখন আমরা একা থাকি তখন ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের ঐক্যবদ্ধের শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। কিভাবে জালেমকে শায়েস্তা করতে হয়। বিগত ১৬/১৭ বছরে যেটি করা যায়নি, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ঐক্যবদ্ধ গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এই উচ্ছাস, এই ঐক্যবদ্ধ, এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ের এসাহাক উদ্দিন মিঞার আম্রকানন ময়দানে জাবালুন নূর ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই। এটা আবার অনেকের ভাল লাগে না, অনেকের সুখ ভাল লাগে না। নানামুখী ষড়যন্ত্র, এমন এক দেশের পাশে প্রতিবেশী হয়ে আমরা আসছি, অনেক বুঝে-সুঝে ধাপ ফেলতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কেউ আমাদের কিছু করতে পারবে না। এইজন্য আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধের বাংলাদেশ। আমরা এমন রাজনীতিক বন্দোবস্ত চাই, যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে আর কেউ জালিম হবে না। নতুন করে ফ্যাসিস্ট হওয়ার কেউ দুঃসাহস দেখাবে না। ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, বিশে^ অন্য মুসলিম দেশে রমযানে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম কমিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের একশ্রেণীর ব্যবসায়ীরা রমযান মাসে দাম বাড়িয়ে দেয়। রোজাদারদের কষ্ট দিয়ে পরকালে পার পাওয়া যাবে না। তাফসির মাহফিলটি শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এর আগে ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল মাহফিলে যোগ দিতে মুসল্লীদের ঢল নামে। এই মাহফিলে যোগ দিতে দুপুর ২ টায় তিনি হেলিকপ্টারে করে আসেন। তাফসির ময়দানস্থলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আয়োজক কমিটি ও প্রশাসন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী বিকেল ৩টায় বক্তব্য দেওয়া শুরু করেন এবং ১ ঘণ্টার অধিক সময় বয়ান দিয়েছেন। এ মাহফিলে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাবালুন নুর ফাউন্ডেশনের উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ নুরুল ইসলাম বুলবুল। এছাড়া বিশেষ মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর বিশিষ্ট ইসলামী গবেষক ড. গিয়াস উদ্দিন তালুকদার, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ নুরুল আমিন, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি মোঃ লতিফুর রহমানসহ আরও প্রখ্যাত আলেমগণ।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল ঐক্যবদ্ধ শক্তিকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে -ড. মিজানুর রহমান আজহারী
বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, নতুন ভোরের বাংলাদেশ, এখন আমাদের বিচ্ছিন্ন থাকলে হবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। যখন আমরা একা থাকি তখন ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের ঐক্যবদ্ধের শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে।
Printed Edition
