তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা): সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন প্রবাসী ফাহাদ ও তার পরিবার। কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামে গত ২৪ নভেম্বর গভীর রাতে সশস্ত্র ডাকাত দল হানা দেয় সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে তারা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত তখন আনুমানিক ২টা। চার-পাঁচজনের একটি মুখোশধারী দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের সবার পরনে ছিল শটপ্যান্ট ও গেঞ্জি। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা প্রবাসী আব্দুল জলিলের ছেলে ফাহাদ, তার মা ও ছোট ভাইকে হাত-পা বেঁধে ফেলে। এসময় বাধা দিতে গেলে ফাহাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পরবর্তীতে ডাকাতরা দুটি চৌচালা টিনের ঘর তছনছ করে লুটপাট চালায়। তারা নিয়ে যায় প্রায় চার ভরি স্বর্ণ, সাড়ে পাঁচ ভরি রুপা, তিনটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং সাড়ে ৫ হাজার সৌদি রিয়াল। ভুক্তভোগী ফাহাদ বলেন, “পাশের ঘরের সাথে সংযোগ থাকায় তারা সহজেই দুই ঘরেই লুটপাট চালিয়েছে। আমরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।