গাজীপুরে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ শুভেচ্ছা উপহার বিতরণে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ।
উপহার বিতরণ শেষে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার বলেন, “বাংলাদেশ বহুধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। আমরা চাই প্রত্যেক উৎসব সবার জন্য আনন্দময় হয়ে উঠুক। দেশের চলমান সংকটে এই উৎসব মানুষের মাঝে ঐক্য, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক।”
গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পাপ্পি দের সঞ্চালনায় শুভেচ্ছা উপহার অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান , গাজীপুর কৃপাময়ী কালী মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পাল, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল করিম, জদেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা,বশির উদ্দিন বাচ্চু ,মনিরুল ইসলাম বকুল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ভেদাভেদ ভুলে এই উৎসবকে মিলনের মঞ্চে রূপান্তরিত করতে হবে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বিএনপির এই শুভেচ্ছা কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি আরও দৃঢ় করবে এবং সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করবে।