টঙ্গী পশ্চিম থানা এলাকায় পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে একদিনেই দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এর নেতৃত্বে পরিচালিত অভিযানে জলাধার ধ্বংস ও বেকারি পণ্যের মান নিয়ন্ত্রণে অনিয়মের অভিযোগে আর্থিক জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মোল্লার বাড়ি নামক স্থানে ভবন নির্মাণের উদ্দেশ্যে পাইলিংয়ের কাদা-মাটি ও নির্মাণ বর্জ্য ফেলে পার্শ্ববর্তী খাস পুকুর ভরাট করে জলাধার ধ্বংস এবং জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে একজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অভিযুক্তের কাছ থেকে মুচলেকা নিয়ে অবৈধ কাজ বন্ধ করে দেওয়া হয়।

একই দিনে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা এলাকায় আরেকটি অভিযানে বেকারি পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন পরিমাপে সঠিকতা না থাকার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে সংশ্লিষ্ট বেকারির ম্যানেজারকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি), আফসানা ইসলাম কেয়া, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা, সরকারি খাস সম্পদ সংরক্ষণ এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।