নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগের নাশকতা উসকানিমূলক বক্তব্য এবং লকডাউন ঘোষণার প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জয়দেবপুর চন্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ বিক্ষোভে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। উপস্থিত ছিলেন মহানগর মেট্রো থানার সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, কোনাবাড়ি মেট্রো থানার সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিএনপি নেতা নাসির উদ্দিন, মোবারক হোসেন, আব্দুল মজিদ, রফিকুল ইসলাম রাতা প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ এখন দেশজুড়ে নাশকতা উসকানি দিচ্ছে। জনগণের জীবন-জীবিকা বিপর্যস্ত করে তারা তথাকথিত লকডাউন ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে জানাতে চাই— বিএনপি কখনো নাশকতায় বিশ্বাস করে না, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছি। নিষিদ্ধ আওয়ামী লীগের এই উস্কানি দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা।

বিক্ষোভ মিছিলটি চন্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশে মিলিত হয়।