চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ২৬ জুন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ গঠিত যৌথ পরিদর্শন দলের প্রতিবেদনে উক্ত হাসপাতালের প্যাথলজি কার্যক্রমে বিভিন্ন অনিয়ম এবং স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদনে হাসপাতালটির প্যাথলজি বিভাগের লাইসেন্স, জনবল, মান নিয়ন্ত্রণ এবং অবকাঠামোগত নানা ঘাটতির বিষয় তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশক্রমে হাসপাতালটির ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্ট যথাসময়ে নবায়ন না করায় জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।