গাজীপুর-২ আসনে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় টঙ্গী টেশিস থেকে শুরু হওয়া এ শোডাউন গাজীপুর মহানগরের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে দুপুর দেড়টায় গাজীপুরায় এসে শেষ হয়। এতে শত শত মোটরসাইকেল আরোহীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শোডাউনের প্রাক্কালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন। তিনি বলেন, “উপযুক্ত ও দেশপ্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয়। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে তাকওয়াবান, মানবিক নেতৃত্ব প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি বাড়ি ও অলিতে-গলিতে জোরালো প্রচার চালাতে হবে। তিনি এ সময় গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য, মহানগর নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলীকে উপস্থিত সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

শোডাউনে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, মুহাম্মদ আজহারুল ইসলাম, মোঃ নেয়ামত উল্লাহ শাকেরসহ শুরা ও কর্ম পরিষদের সদস্যগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ শোডাউন গাজীপুর-২ আসনের নির্বাচনী মাঠে জামায়াতের সক্রিয়তা এবং সংগঠনের শক্তিমত্তার একটি প্রতিচ্ছবি। এলাকাবাসীর অংশগ্রহণ শোডাউনটিকে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।