মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ই মে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদ, এস,এম রফিকুল হাসান নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, ডাঃ শাহারিয়া শায়লা জাহান তত্ত্বাবধায়ক, জেনারেল হাসপাতাল।নির্বাহী প্রকৌশলি মোঃ সাখাওয়াত হোসেন, সড়ক ও জনপদ বিভাগ উপ-সহকারী প্রকৌশলী, প্রফেসর মুহা: আবদুল্লাহ আল আমিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহেরপুর সরকারি মহিলা কলেজ। জেলা শিক্ষা অফিসার হজরত আলী, মিজানুর রহমান।
কুষ্টিয়ায় নকল বিড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ
কুষ্টিয়া সংবাদদাতা : ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় এবং জগশ্বর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, লেবেল বিহীন আকিজ বিড়ি, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। গত ১৭ মে সকাল ৭ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধভাবে বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধ বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করছে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে সকাল ৭টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কাস্টমস কর্মকর্তা পুলক সাহার নেতৃত্বে একটি চৌকস টিম ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় এবং জগশ্বর গ্রামে অভিযান ও তল্লাশি চালায়। এসময় জগশ্বর গ্রামের বাকিবের বাড়ির পাশে বাঁশবাগান থেকে অসংখ্য লেবেল বিহীন নকল আকিজ বিড়ি, ৬৬,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত মরিয়ম বিড়ি এবং ৪৫,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ১১৬ নং বকুল বিড়ি জব্দ করা হয়।