রাজশাহীতে একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় রাজশাহীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

মৃতরা হলেন, যুবক মিনারুল ইসলাম (৩৫), তার স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৪)। তাদের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে। বামনশিকড় পবা উপজেলায় হলেও এলাকাটি পড়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানায়। মতিহার থানা-পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করে। বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী-সন্তানদের শ্বাসরোধে হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকালে তাদের বাড়ি থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ ধারণা করছে, চিরকুটটি মিনারুলের লেখা। চিরকুটে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে স্ত্রী ও সন্তাদের হত্যার পর আত্মহত্যার কথা লেখা আছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি সাংবাদিকদের বলেন, “স্ত্রী এবং ছেলে ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং মিনারুল আত্মহত্যা করেছেন বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। আরো তদন্তের পর আমরা প্রকৃত কারণটা জানতে পারবো।” আত্মীয়-স্বজনেরা পুলিশকে বলেছেন, চিরকুটের লেখাটা মিনারুলেরই। সেখানে আর্থিক সমস্যার কথা উঠে এসেছে।