অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যশোর-৪ (অভয়নগর) আসনে ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের নির্বাচনী প্রচার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, যশোর-৪ আসনের জামায়াতের নির্বাচনী আসন পরিচালক অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর আমীর মাওলানা আলতাফ হোসাইন, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূর ইসলাম বাবলু, সেক্রেটারি ইউনুস আকুঞ্জি, জেলা শিবিরের সভাপতি এম এম আশিকুল ইসলাম, সাবেক সভাপতি আশিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি আমানউল্লাহ সাদিক, পৌর সভাপতি সাকিব হুসাইন, নওয়াপাড়া কলেজ শিবিরের সভাপতি ফয়সাল আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা জামায়াতের আমীরের হাতে ফুল দিয়ে শতাধিক নেতাকর্মীসহ জামায়াতে যোগদান করেন নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান এবং বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান।
আলোচনা সভা শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে যশোরÑখুলনা মহাসড়কে একটি প্রচার মিছিল বের করা হয়।
নাটোর : নাটোরে ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলাম সহ ছয় নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাদরাসা মোড়ে নাটোর-২ (সদর- নলডাঙ্গা) আসনের নির্বাচন পরিচালনা কার্যালয়ে অনুষ্ঠানিকভাব তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
সদ্য যোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ ৬ জন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন।
নাটোর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের ( চরমোনাই) সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ ছয় নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।