বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।

শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা।

মানববন্ধনে অংশ নেন সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক। তারা শিক্ষক মর্যাদা ও অধিকার সংরক্ষণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্ব যাদের কাঁধে, সেই শিক্ষকদের জীবন-জীবিকা আজ সংকটাপন্ন। তাঁরা অবিলম্বে শিক্ষক সমাজের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

শিক্ষকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণ। এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে সরকারি শিক্ষকদের সমান মর্যাদা ও বেতন কাঠামো প্রদান। শিক্ষক নিয়োগ, বদলি ও পদোন্নতিতে স্বচ্ছ নীতি বাস্তবায়ন।সকল শিক্ষকের জন্য অবসর ও কল্যাণ ট্রাস্টে সরকারি অনুদান বৃদ্ধি। শিক্ষা ব্যবস্থা রাজনীতি ও প্রভাবমুক্ত রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো ও বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধ।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মোঃ জুনায়েদ হাসান, জেলা সহ সভাপতি ও ফেনী ছাগলনাইয়া কলেজের সাবেক অধ্যক্ষ  মোঃ খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আব্দুল মুমেন, পৌরসভা শাখার সভাপতি ও অরুয়াইল আঃ সাত্তার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আখতার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মাঈনুদ্দিন মামুনসহ অনেকে।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ আজ অবহেলিত ও বঞ্চিত। দেশের উন্নয়নে শিক্ষকরা যেমন ভূমিকা রাখছেন, তেমনি তাঁদের প্রতি সরকারের দায়িত্বও রয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে মূলত বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য।  সেই লক্ষ্যে শিক্ষকরা যেন বৈষম্য শিকার না হয় সেই জন্য অন্তভর্তিকালীন সরকারের প্রতি আহবান জানান। যদি দ্রুত দাবি বাস্তবায়ন না করা হয়, তবে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।