কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সারের দাবিতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজার মোড় এলাকায় বিএসসিআইসি অনুমোদিত পরিবেশক মেসার্স সাইফুল ইসলাম এর গুদামের সামনে তারা এ অবরোধ করেন।
কৃষকদের অভিযোগ, জেলার ব্র্যান্ডিং পণ্য ভুট্টার মৌসুম শুরু হলেও সার সংকট দিন দিন প্রকট হচ্ছে। জেলার মধ্যে সর্বাধিক ভুট্টার আবাদ হয় কালীগঞ্জ উপজেলায়। অথচ ভোটমারী ইউনিয়নের চাষিরা কয়েকদিন ধরে ডিলার পয়েন্ট থেকে প্রয়োজনীয় সার পাচ্ছেন না।
বিক্রয়কেন্দ্রের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে সার দেওয়া হবে—এমন ঘোষণায় ভোর থেকেই কৃষকরা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়ান। মুহূর্তেই লম্বা লাইন তৈরি হয়। কিন্তু কিছু কৃষককে সার না দিয়েই হঠাৎ বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিলে ক্ষুব্ধ কৃষকরা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যান। প্রায় দুই ঘণ্টা পর তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে পর্যাপ্ত সার সরবরাহের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।
কুমারখালীতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুমারখালীতে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার ১১ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার।
উপজেলা পরিষদ চত্বরে কৃষি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কাওছার আলী প্রমুখ।