শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৪৯ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর গাজীপুরে মানুষ আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি ও কারখানা ছেড়ে বের হয়। আহত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং চিকিৎসা সেবার বিষয়টি নিশ্চিত করতে গাজীপুর-২ আসনের জামায়াত সংসদ সদস্য প্রার্থী মোঃ হোসেন আলী শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।

হাসপাতালে পৌঁছে তিনি আহতদের সাথে কথা বলেন, তাদের পরিচর্যা ও চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সমন্বয় করেন।

মোঃ হোসেন আলী বলেন— এই ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। ভয় বা আতঙ্কে নয়, সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে আমরা সবাই মিলে পরিস্থিতি সামাল দেব। আহতদের দ্রুত সেবা ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আল্লাহর ইচ্ছায় সবাই নিরাপদে সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা এবং দ্রুত সেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সবাইকে শান্ত, সচেতন ও সংযুক্ত থাকার আহ্বান জানাই। মোঃ হোসেন আলীর উপস্থিতি এবং তার বক্তব্য হাসপাতালে থাকা রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা সৃষ্টি করেছে।

এদিকে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম কার্যক্রম পরিচালনা করছে। নাগরিকরা যেকোনো জরুরি পরিস্থিতিতে সরাসরি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

গাজীপুর সিটি কর্পোরেশন কন্ট্রোল রুম:

নগর ভবন–২য় তলা, কক্ষ নং–২০১ টেলিফোন: ০২-২২২৪৪২৪০৭০ মোবাইল: ০১৭১২৮৩৬৮৭৩, ০১৯১৫৬৭৬৮৩২ ই-মেইল: [email protected]

জেলা প্রশাসন কন্ট্রোল রুম:

জেলা প্রশাসকের কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, কক্ষ নং–১০৫ টেলিফোন: ০২-২২৪৪২৩১৭৬ মোবাইল: ০১৭০০৭১৬৬৭৯, ০১৬২০২৮৪১৬৪ ই-মেইল: [email protected]