পিআর পদ্ধিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোব মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শামস উদ্দিন।

সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

একই দাবীতে জেলার তাহিরপুর উপজেলা সদরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের অফিস থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের কেন্দ্রস্থলে সমাবেশে মিলিত হন। সেখানে তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুসলিম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রমিক কল্যান ফেডারেশন সুনামগঞ্জ জেলা সেক্রেটারি লুতফুর রহমান দুলাল প্রমুখ।